1. faysal.ce@gmail.com : dakshinermashal :
  2. abuhasan670934@gmail.com : Hasan :
  3. sakalctc.bd@gmail.com : Nityananda Sarkar : Nityananda Sarkar
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
৯ অগ্রহায়ণ, ১৪৩১
Latest Posts
📰সাতক্ষীরা দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 📰আশাশুনির গাজীপুর মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি এতিমের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্য রোধের আবেদন📰প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন📰আন্দোলনে সাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস📰অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, সাতক্ষীরা সীমান্তে আটক ২📰উপকূলীয় জীবনের সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবিতে বাগেরহাটে মানববন্ধন📰‘উপকূলীয় নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা সভা📰বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন📰আশাশুনির বুধহাটা ক্লাস্টারের দুরাবস্থাগ্রস্থ ৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণের ঝুঁকির মধ্যে চলছে ক্লাশ 📰আশাশুনিতে উপজেলা শুমারী  কমিটির সভা অনুষ্ঠিত

সম্মেলনকে কেন্দ্র করে তালায় জাতীয় পার্টির পালে হাওয়া : চলছে ব্যাপক প্রস্তুতি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫০৭ সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি: প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাণের সংগঠন জাতীয় পার্টি দেশব্যাপী সংগঠন গোছানোর উদ্যোগ নিয়েছে। কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে দেশের প্রত্যেকটি বিভাগে সাংগঠনিক কমিটি গঠন করে দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়া সাবেক মন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখত সাতক্ষীরা জেলার প্রত্যেকটি জেলা ও উপজেলায় উপস্থিত থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের কাজ এগিয়ে নিয়ে চলেছেন। এরই অংশ হিসেবে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তালা উপজেলা জাতীয়পার্টির সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে সভা সমাবেশ ও গনসংযোগের মাধ্যমে নেতা কর্মীদের উজ্জীবিত করে তোলা হচ্ছে আর এ কাজে নেতৃত্ব দিচ্ছেনসাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতিক, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক নজরুল ইসলাম। জাতীয় পার্টির সাধারন সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর বিগত সম্মেলনে সভাপতি নির্বাচিত হন সাংবাদিক এসএম নজরুল ইসলাম। আর সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে কারো কাছ থেকে কোন ধরনের অর্থনৈতিক সাহার্য সহযোগিতা ছাড়াই উপজেলার ১২ টি ইউনিয়নে জাতীয় পার্টিকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হয়েছেন তিনি। তার সাংগঠনিক তৎপরতা ও সভা সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে অনেক প্রশাসনিক কর্মকর্তারা মন্তব্য করে থাকেন এটি কি হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর না-কি সাতক্ষীরার তালা উপজেলা ? দলের মধ্যে এ ধরনের এরশাদ পাগল সত্যিই বিরল। তার বড় পুত্র এসএম কামরুল ইসলাম সাতক্ষীরা জেলা ওলামা পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সরকারী চাকুরীজীবি। ছোট পুত্র এসএম আকরামুল ইসলাম কেন্দ্রীয় ছাত্র সমাজের যুগ্ম-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক এবং যমুনা টিভির জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। একমাত্র মেয়ে নিগার সুলতানা রেক্সনা জেলা ছাত্র সমাজের ছাত্রী বিষয়ক সম্পাদিকা ও পিতার প্রতিষ্ঠিত সেচ্ছাসেবী সংগঠন মানব উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালকের দায়িত্বে আছেন। তার স্ত্রী মিসেস তরুনা বেগম মহিলা পার্টির নেত্রী হিসেবে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করছেন।

১২ ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে আলাপকালে জানাযায়, ২০ তারিখের সম্মেলনেও তারা সাংবাদিক এসএম নজরুল ইসলামকে সভাপতি হিসেবে পেতে চান। কারন নিজের অর্থ সম্পদ অকাতরে বিলিয়ে দিয়ে সংগঠন গড়ে তোলার মতো নেতার আজ বড়ই অভাব। তালা-কলারোয়া আসনের প্রার্থী সৈয়দ দিদার বখতও সৌভাগ্যবান যে সাংবাদিক এসএম নজরুল ইসলামের মতো একজন এরশাদ প্রেমিককে কাছে পেয়েছেন । জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুও তাকে ব্যাক্তিগতভাবে চেনন-জানেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যখন তার বিজয় ছিনতাই করে নেয়া হয় তখন তালা সদর ইউনিয়নবাসির মতো জনাব জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে কথা বলে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছিলেন। যাই হোক সাধারন মানুষ যদি কাউকে মন-প্রাণ দিয়ে ভালোবাসে তার জন্য কোন পদ-পদবীর প্রয়োজন হয়না সাংবাদিক সাংবাদিক নজরুলই তার উৎকৃষ্ট উদাহরন। বিজয় ছিনতাই হওয়ার পরও তিনি জনগনের চেয়ারম্যান হয়ে সাধারন মানুষের আকুন্ঠ ভালোবাসায় সিক্ত হয়ে আছেন আর ২০ সেপ্টেম্বর সম্মেলনে সেই ভালোবাসার বহিঃপ্রকাশের জন্যই হয়তো নেতা-কর্মীরা অপেক্ষার প্রহর গুনছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :
© All rights reserved © 2024
প্রযুক্তি সহায়তায়: csoftbd