যুক্তরাষ্ট্রে থাকতে গ্রিন কার্ডের আবেদন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের : রিপোর্ট

অনলাইন ডেস্ক: স্ত্রী ও ছেলের সাথে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে চান শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। ইতোমধ্যে তার আইনজীবীরা গ্রিন কার্ড পেতে তার পক্ষে আবেদন করেছেন। গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিররের প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।    

প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত মাসেই যুক্তরাষ্ট্রে রাজাপাকসের আইনজীবীরা গ্রিন কার্ড পেতে তার পক্ষে আবেদন প্রক্রিয়া শুরু করেছেন। স্ত্রী লোমা রাজাপাকসে মার্কিন নাগরিক হওয়ায় সাবেক প্রেসিডেন্টও মার্কিন নাগরিগত্ব (গ্রিন কার্ড) পাওয়ার যোগ্যতা রাখেন।  প্রতিবেদন অনুযায়ী, এখন কলম্বোতে তার আইনজীবীরা নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াটি দ্রুত এগিয়ে নিতে অতিরিক্ত নথিপত্র জমা দেওয়ার কাজ করছেন। ৭৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট আগামী ২৫ আগস্ট শ্রীলঙ্কায় ফিরবেন বলেও উল্লেখ করা হয়েছে।

জানা যায়, দুইদিন আগে নিজের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন রাজাপাকসে এবং সিদ্ধান্ত নিয়েছেন চলতি মাসের শেষের দিকেই তিনি শ্রীলঙ্কায় ফিরবেন। নিরাপত্তা উদ্বেগজনিত কারণে থাইল্যান্ডের একটি হোটেলে অবস্থান করছেন তিনি। নিরাপত্তার কারণে তাকে হোটেলের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

এর আগে গোতাবায়া ব্যাপক বিক্ষোভের মুখে প্রথমে দেশ ছেলে মালদ্বীপে আশ্রয় নেন। এরপর সেখান থেকে সিঙ্গাপুর যান এবং প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি থাইল্যান্ডে অবস্থান করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *