আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা ঃব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লাজ ফার্মা লিমিটেড সাতক্ষীরা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালের সাতক্ষীরা জজ কোর্ট এর বিপরীত পাশে শাখাটির উদ্বোধন করেন লাজ ফার্মা লিমিটেড এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার আনিসুর রহমান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, লাজ ফার্মার পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রাশেদ মল্লিক, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খোকন, এহসানুল হক বাবুসহ লাজ ফার্মার কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খোকন বলেন, প্রতিষ্ঠানটিতে দেশি-বিদেশি বিভিন্ন ঔষধ সামগ্রী পাওয়া যাবে। এছাড়া ডিপার্টমেন্টাল স্টোরে বিভিন্ন ধরনের দেশি-বিদেশি পণ্য সরবরাহ করা হবে। সাতক্ষীরার মানুষের প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave a Reply