রেকর্ড ভাঙার জন‍্য বুমরাহকে টুইটারে অভিনন্দন লারার

অনলাইন ডেস্ক: জাসপ্রিত বুমরাহর বিশ্বরেকর্ডে ক্রিকেট বিশ্বজুড়ে বয়ে চলেছে নানা প্রতিক্রিয়ার জোয়ার। অভিনন্দন জানানোর পালাও চলছে। আগের যৌথ রেকর্ডে উজ্জ্বলতম নামটি যিনি সেই ব্রায়ান লারাও এবার শুভেচ্ছা জানালেন বুমরাহকে। যার ওভারে আগের রেকর্ড গড়েছিলেন লারা, সেই রবিন পিটারসনও স্বস্তি প্রকাশ করেছেন কৌতুকের সুরে।

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে শনিবার (২ জুলাই) ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দেওয়া কীর্তি গড়েন বুমরাহ। তার ব্যাটিং তান্ডবে স্টুয়ার্ট ব্রডের এক ওভার থেকে রান আসে ৩৫। টেস্ট ক্রিকেটের ১৩৫ বছরের ইতিহাসে যা এক ওভারে সর্বোচ্চ রান। এর আগে টেস্টে ২৮ রানের বেশি আসেনি কখনোই। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার রবিন পিটারসনের ওভারে লারা মারেন চারটি চার ও দুটি ছক্কা। পরে ২০১৩ সালে জিমি অ্যান্ডারসনের ওভারে তিন ছক্কা, দুই চার ও একটি ডাবল নিয়ে লারার রেকর্ড স্পর্শ করেন অস্ট্রেলিয়ার জর্জ বেইলি। ২০২০ সালে এই তালিকায় যোগ হয় বিস্ময়কর এক নাম। ইংল্যান্ডের অনিয়মিত স্পিনার জো রুটের ওভারে তিনটি চার ও দুটি ছক্কা মারেন কেশভ মহারাজ, যিনি নিজে মূলত বাঁহাতি স্পিনার। ওই ওভারের শেষ বল থেকে অতিরিক্ত চার রান আসে । এবার ওই তিনজনকে ছাড়িয়ে রেকর্ড ছাড়িয়ে গেল নতুন উচ্চতায়। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ব্যাটে ওভারে ছয় ছক্কা হজম করা ব্রডের অভিজ্ঞতা হলো নতুন দুঃস্বপ্নের। ৩৫ রানের সবই অবশ্য বুমরাহর ব্যাট থেকে আসেনি। ওয়াইড থেকে আসে বাইসহ ৫ রান, নো বলও ছিল একটি। তবে চারটি চার ও দুটি ছক্কাসহ বুমরাহর ব্যাট থেকেও আসে ২৯ রান। রেকর্ড তাই এমনিতেও হতো।পিটারসন অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে মুক্তি পেয়ে টুইট করেন বুমরাহর কীর্তির পরপরই। তিনি জানান, আজকে আমার রেকর্ডটি হারিয়ে খারাপ লাগছে। তিনি কৌতুকের ইমোজি ব্যবহার করেই বুঝিয়ে দেন নিজের প্রতিক্রিয়া। সঙ্গে তিনি যোগ করেন, রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য, এবার পরের জনের পালা।লারা টুইট করেন আরও পরে। ছোট্ট টুইটে তিনি অভিনন্দন জানান বুমরাহকে, টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভেঙে দেওয়া জাসপ্রিত বুমরাহকে শুভেচ্ছা জানানোয় সবাই যোগ দিন আমার সঙ্গে। ওয়েল ডান।যুবরাজের ছয় ছক্কার সময় টিভি ধারাভাষ্যে ছিলেন যিনি, সেই রবি শাস্ত্রী এবারও ছিলেন ধারাভাষ্যকক্ষে। নিজ চোখে দেখেও যেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না বুমরাহর ব্যাটিং ঝড়। তিনি বলেন, আমি ভেবেছিলাম, সবকিছু দেখে ফেলেছি। আসলে তা নয়। যুবরাজের ৩৬ রানের কথা জানি আমরা, আমি নিজেও ওভারে ৩৬ নিয়েছি, তবে আজকে যা দেখলাম তা অদ্ভুত। জাসপ্রিত বুমরাহ ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে রেকর্ড গড়বে, এমন কিছু আমরা কখনও কল্পনাও করতে পারিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *