অনলাইন ডেস্ক: সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বড় টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। জয়ের জন্য টাইগারদের করতে হবে ২০৬ রান।অধিনায়কত্বের শুরুতেই নুরুল হাসান সোহানকে চাপে ফেলেছে স্বাগতিকরা। পাওয়ার প্লের প্রথম ৫ ওভারে ৫ বোলার ব্যবহার করেও সোহানের শেষরক্ষা হলো না। তাসকিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম কেউই হতে পারেননি তার তুরুপের তাস। তাই ২০ ওভারের ফরম্যাটে অবিশ্বাস্য স্কোরই করেছে তুলনামূলক দুর্বল দল জিম্বাবুয়ে।ওপেনার রেগিস চাকাভা আট রানে ফিরেছেন, ক্যাপ্টেন ক্রেগ আরভিনও করেছেন ১৮ বলে ২১ রান। তবে নুরুল হাসান সোহানকে খেলাটা দেখিয়ে দিয়েছে জিম্বাবুয়ের মিডল অর্ডার। ওয়েসলির ৪৬ বলে ৬৭ রানের ইনিংসে টাল সামলেছে জিম্বাবুয়ে। আর সিয়ান উইলিয়ামস ও সেকান্দার রাজার ঝড়ে রানের পাহাড় গড়েফে আরভিনের দল। উইলিয়ামস ১৯ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরেছে, তবে ২৬ বলে ৬৫ রানে ধুন্ধুমার ইনিংস খেলে অপরাজিত ছিলেন সেকান্দার রাজা।
সবমিলিয়ে ২০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ২০৫। যা টপকানো নুরুল হাসান সোহানের দলের জন্য অসাধ্য হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়।
Leave a Reply