স্বাস্থ্যসেবায় বিশেষ সম্মাননা পেলো খলিলনগর ইউনিয়ন পরিষদ

তালা প্রতিনিধি:
পরিবার পরিকল্পনা, মা ও শিশু স¦াস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে তালা শিল্পকলা একাডেমী হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস আয়োজিত বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে শ্রেষ্ঠ ইউনিয়নের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি তালা-কলারোয়া -১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলুর হাতে শ্রেষ্ঠ ইউনিয়নের ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওবায়দুল হক, তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, তালা শহিদ মুক্তিদযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. এনামুল ইসলামসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *