প্রতিনিধি : সাতক্ষীরায় রাতের আধাঁরে বিধবার বসতবাড়ি ভাংচুর করে দখল নেওয়ার প্রতিবাদে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, শহরের রসুলপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী আছিয়া বেগম। লিখিত অভিযোগে তিনি বলেন, আমার স্বামীর মৃত্যুর পর স্বামীর রেখে যাওয়া রসুলপুর মৌজায় সি এস ৫৯২, জে এল ৯২ এর ৫১০ খতিয়ানে ৯০ দাগে ৪৭ শতক সম্পত্তির মধ্যে ৩৫ শতক ভিটাবাড়ীতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। কিন্তু সম্প্রতি আমার প্রতিবেশী একই এলাকার মৃত. মাহফুজুর রহমানের পুত্র আমিনুর রহমান আমার বসতবাড়ী অবৈধভাবে দখলের চক্রান্ত করতে থাকে। ১৯৮০ সালে ওই আমিনুর উক্ত দাগের ৪৭ শতক সম্পত্তির মধ্যে ১২ শতক ক্রয় করেন। বর্তমানে আমিনুর রহমান উক্ত দাগের পুরো ৪৭ শতক সম্পত্তি দখলের জন্য মরিয়া হয়ে ওঠে। এর জের ধরে গত ২৬ এপ্রিল ২০২২ তারিখে আমি মেয়ের বাড়িতে ছিলাম। ওই রাতে আমিনুর রহমান, তার পুত্র তুহিন হোসেন ও তাসকিন হোসেন, স্ত্রী আমেনা বেগমসহ কতিপয় ভাড়াটিয়া রাতের আধারে আমার ঘরের তালা ভাংচুর করে প্রবেশ করে খাট, গ্যাসের চুলাসহ সাংসারিক আসবাবপত্র প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে। পরে আমার ঘরের দেওয়াল ভেঙে তাদের ঘরের সাথে যুক্ত করে দখল করে নেয়। খবর পেয়ে সেখানে গেলে তারা আমাকে তাড়িয়ে দেয় এবং খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শণ করে। আমি অসহায় বিধবা হওয়ায় পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এবিষয়ে প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দায়ের করেছি। আমার স্বামীর রেখে যাওয়া ভিটাবাড়ি টুকু ছাড়া আমার আর কিছুই নেই। আমার মাথা গোঁজার একমাত্র ঠাঁইটুকু ওই আমিনুর গং অবৈধভাবে দখল করায় আমি দিশেহারা হয়ে পড়েছি। স্বামীর ভিটাবাড়ী দখলমুক্ত এবং নিজের বাড়িতে যাতে ফিরতে পারি সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
Leave a Reply