নিজস্ব প্রতিনিধি : “খাদ্য শস্য লাইসেন্স নিব আইন মেনে ব্যবসা করব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী খাদ্য শস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকালে খাদ্য বিভাগ সাতক্ষীরার আয়োজনে সুলতানপুর বড় বাজারে খাদ্য গুদামের সামনে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য শস্য লাইসেন্স সপ্তাহের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত সদর সহকারি কমিশনার (ভূমি) মো. আজহার আলী, সদর উপজেলা খাদ্য গুদামের ইনচার্জ এ.এস.এম মনজুরুল আলম, সাতক্ষীরা জেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আব্দুল গফ্ফার, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা খাদ্য পরিদর্শক মো. হুমায়ুন বাসিদ, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন প্রমুখ। খাদ্য শস্য আমদানীকারক, পাইকারী ব্যবসায়ী ও আড়তদার, খুচরা ব্যবসায়ী, চালকল (অটোমেটিক রাইচ মিল, মেজর রাইচ মিল, হাস্কিং রাইচ মিল) মালিকগণ ও ময়দাকল (মেজর ও কম্প্যাক্ট ময়দাকল, রোলার ময়দাকল, আটাচাক্কি) মালিকগণ যারা সর্বনিম্ন ১ মেঃটন খাধ্য শস্য/খাদ্য সামগ্রী (এককভাবে কিংবা মিলিতভাবে) অথ্যাঃ ১ হাজার কেজি ধান/চাল/গম/গমজাত দ্রব্য মজুত বা ক্রয় বিক্রয় করেন তাদের খাদ্য শস্য লাইসেন্স গ্রহণ করতে হবে। ১৫ জুলাই হতে ২১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত দেশব্যাপী খাদ্য শস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ ২০২২ লাইসেন্স প্রদান কার্যক্রম চলমান থাকবে। সমগ্র অনুষ্ঠান সঝ্চালনা করেন শ্যামনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এইচ.এম কামরুজ্জামান।
ক্যাপশন : সাতক্ষীরায় খাদ্য শস্য লাইসেন্স গ্রহণ সপ্তাহ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
Leave a Reply