প্রেস বিজ্ঞপ্তি: উত্তরণ অগঅজ(আমার) প্রকল্পের আয়োজনে ২০ জুলাই বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়মে বার্সিক ভূমিহীন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় ভূমি কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর মনিরুজ্জামান জমাদ্দার এর সঞ্চালনায় বার্ষিক ভূমিহীন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংগঠন উত্তরণ এর পরিচালক শহিদুল ইসলাম,। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা ভূমিহীন আন্দোলনের নেতা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা ভূমি কমিটির সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম,সাতক্ষীরা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোসনা দত্ত, সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, কালিগঞ্জ উপজেলা ভূমিহীন সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুল ওহাব, তালা উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত্য সাহা, জেলা ভূমি কমিটির নেতা আলিনুর খান বাবুল ,কালিগঞ্জ উপজেলা ভূমি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, দেবহাটা উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল ওহাব, আশাশুনি উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক ইয়াহিয়া আহমেদ, শ্যামনগর উপজেলা মৎস্যজীবী সমিতির নেতা বীর মুিক্তযোদ্ধা আলী আশরাফ,জেলা বাস্তহারা কমিটির সভাপতি কাওসার আলী, ভূমিহীন নেত্রী নাজমুন নাহার রেক্সোনা খাতুন প্রমূখ। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন ,কালিগঞ্জ প্রেসক্লাব ও ভূমি কমিটির সভাপতি শেখ সাইফুল বারী সফু, এ্যাডভোকেট মনিরুজ্জামান, সিরাজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, সেন্টার ম্যানেজারসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও নারী ফেডারেশন এর নেতৃবৃন্দ । বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমিহীনদের খাস জমি বন্দোবস্ত ও গৃহহীনদের ঘরের ব্যবস্থা করেছে। সাতক্ষীরায় ভূামহীনদের দীর্ঘদিনের দাবি দাওয়া ও আন্দোলন সংগ্রামের ফলে ভূমিহীনরা আজ অনেক খাস জমি বন্দোবস্ত পেয়েছে ।ভূমিহীন নেত্রী জাহেদার মৃত্যুর পর সাতক্ষীরা আন্দোলনে যারা অগ্রণী ভূমিকায়ছিল তারা আজ নেই ।
Leave a Reply