সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই রাত ৮টায় শুরু হওয়া শহরের কফিভিলাতে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনীতে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সভাপতি ও ব্যাংক কর্মকর্তা মুহা. আলতাফ হোসেন। রাত ১০টা পর্যন্ত চলা গেট টুগেদারে নবীন প্রবীন মিলনমেলা অনুষ্ঠিত হয়। স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ির সহ-সভাপতি শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন রানা, অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক এস এম বিপ্লব হোসেন, অর্থ সম্পাদক মীর তহমিদুর রহমান, সহ দপ্তর সম্পাদক আব্দুল কাদের, ক্রিড়া সম্পাদক আয়শা বিনতে আহমেদ, প্রচার সম্পাদক ফাহাদ হোসেন, নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, মাহবুবুর রহমান, মীর শাহবিয়ার অপু, ইয়াকুব আলী, নাসিম হাসান, রজনী সুলতানা, আল মামুন, সাইদুজ্জামান প্রান্ত প্রমুখ। অনুষ্ঠানে স্বপ্নসিঁড়ির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন রানা ল স্টুডেন্টস ফোরামের সভাপতি, অহিদুল ইসলাম নির্বাহী সদস্য এবং স্বপ্নসিঁড়ির সদস্য মীর শাহরিয়ার অপু ল স্টুডেন্টস ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়।
Leave a Reply