নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) শহরের শহীদ নাজমুল সরণি খান মার্কেটস্থ ৩য় তলায় সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-২২৭৭) এ নির্বাচনে সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ৫৪৭ জন ভোটার এরমধ্যে ৫১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ত্রি-বার্ষিক নির্বাচনে ৯ টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ক্রীড়া সম্পাদক নন্দ পাল ও দপ্তর সম্পাদক শংকর অধিকারী। সভাপতি পদে শ্রীদাম দে ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিলন কুমার রায় পেয়েছেন ২১৭ ভোট, সহ-সভাপতি পদে দিবস কর্মকার ৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বিন্দ্বি অরুণ দত্ত পেয়েছেন ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে সুমন বিশ্বাস ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উৎপল দে পেয়েছেন ১৫৬ ভোট, সহ সাধারণ সম্পাদক পদে শিমুল রায় ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহিদ হাসান পেয়েছেন ২৩৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে কৌশিক কর্মকার ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অরুণ দাস পেয়েছেন ১৬৫ ভোট। কোষাধক্ষ পদে অরুণ কুমার দত্ত (বাবু) ৩০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উজ্জল সেন পেয়েছেন ১৬৩ ভোট। প্রচার সম্পাদক পদে সুমন কুমার মিস্ত্রি ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নিতাই কর্মকার পেয়েছেন ১৯২ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে আনন্দ কুমার দে ৪২২ ভোট (প্রথম), নিত্যানন্দ সরকার (নিত্য) ৩৩৭ ভোট (দ্বিতীয়)। রাত ৮ টায় খান মার্কেটের তৃতীয় তলায় ভোট গণনা শেষ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এড. তারক মিত্র। সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মিলন দত্ত, জয়দেব মল্লিক, পোলিং অফিসার ছিলেন রায় দুলাল চন্দ্র। নির্বাচনে সহযোগিতায় ছিলেন এড. প্রবীর কান্জী, এড. কল্যাণাসীষ মন্ডল, এড. সঞ্জয় মন্ডল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি গৌর চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার, স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র মজুমদার, সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নে প্রধান আহ্বায়ক দিলীপ চন্দ্র, সদস্য সচিব সুশান্ত চৌধুরী, সুজল বসু ,স্বপন কুমারসহ স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ফলাফল প্রকাশের পর সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের বিজয় র্যালি বের হয়।
Leave a Reply