বি.সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছায় স্বরণ সভায় খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সৃষ্টিশীল কাজের মাধ্যমে চিরদিন বেঁচে থাকবেন আওয়ামীলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য ও সাবেক এমপি এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। শুক্রবার সকালে পৌরসভাস্থ উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত নূরুল হকের ২য় মৃত্যু বার্ষিকীর দোয়া অনুষ্ঠান ও স্বরণ সভায় প্রধান অতিথির বক্তবে এমপি বাবু একথা বলেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় এমন মন্তব্য করে এমপি বাবু আরোও বলেন, বিগত’৯১ সালে সংসদ নির্বাচনে এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক পরাজিত হয়ে এ সংসদীয় এলাকায় অর্থ ও শ্রম দিয়ে দলের সাংগঠনিক ভিত মজবুত করেন। এর উপর ভিত্তি করে তিনি ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হয়ে পাইকগাছা-কয়রায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সংগঠিত করেছেন। কিন্তু লক্ষ্য করা গেছে সেই সময় থেকে এ পর্যন্ত যারা দলীয় এমপি নির্বাচিত হয়েছেন তাদের পিছনে দলের ভিতর ও বাহিরের কিছু মানুষ সব সময় বিরুপ সমালোচনায় লিপ্ত থাকেন। উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় স্বরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম। আরো বক্তব্য রাখেন, উপজেলা সংগঠনের সহ-সভাপতি সমীরন সাধু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক আঃ রাজ্জাক মলঙ্গী, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক নেতা শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহযোগী অধ্যাপক ময়নুল ইসলাম, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, জি,এম একরামুল ইসলাম, হেমেশ মন্ডল সহ আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
Leave a Reply