টেলিফোনে যে আলাপ করলেন পুতিন-মোদি

অনলাইন ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ক্রেমলিন প্রেস সার্ভিসের বরাতে রুশ সংবাদমাধ্যম তাস জানিয়েছে, শুক্রবার টেলিফোন আলাপে ভারতের প্রধানমন্ত্রী মোদিকে প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ার ওপর কয়েকটি দেশের নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। পুতিন কয়েকটি দেশের পদ্ধতিগত ভুলের বিষয়ে মোদির দৃষ্টি আকর্ষণ করেন। রুশ প্রেসিডেন্ট গুরুত্ব দিয়ে বলেন, খাদ্যপণ্য, সার ও জ্বালানি উৎপাদন ও সরবরাহে রাশিয়া এখনো নির্ভরযোগ্য দেশ।ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ সমাধানে প্রেসিডেন্ট পুতিনকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি।

অর্থনৈতিক চাপে পড়ে সম্প্রতি তেলের দাম কমিয়েছে রাশিয়া। আর এই সুযোগই নিচ্ছে রাশিয়ার সামরিক সরঞ্জামের অন্যতম বড় ক্রেতা ভারত। যুক্তরাষ্ট্রের অব্যাহত হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে ব্যাপক পরিমাণ অপরিশোধিত তেল কিনছে এশিয়ার অন্যতম বৃহৎ দেশ ভারত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *