জাপানে তীব্র দাবদাহ, ১৫০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা

অনলাইন ডেস্ক: জাপানে ভয়াবহ দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। স্থানীয় সময় শুক্রবার পূর্ব জাপানে প্রায় দেড় শ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও দেশটির ছয়টি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে।দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টোকিওর আশপাশের অঞ্চলে এক সপ্তাহ ধরে টানা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জাপানের পশ্চিমাঞ্চল নাগয়াতে আজকের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।  এছাড়াও আগামী সোমবারের দিকে বৃষ্টি হতে পারে। তখন তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এরই মধ্যে ২০১১ সালের ফুকুশিমা বিপর্যয়ের পর বন্ধ থাকা পারমাণবিক চুল্লি পুনরায় চালু করার চিন্তা করছে জাপান। জাপান সরকার এর আগে সতর্ক করেছিল, তাপমাত্রা বৃদ্ধির বিপজ্জনক এই পরিস্থিতি বজায় থাকবে। 

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলো জাপানে গ্রীষ্মের সময় তীব্র দাবদাহ অনুভূত হয়। গত বছর অতিরিক্ত গরমের কারণে টোকিও অলিম্পিকের বেশ কিছু অনুষ্ঠান নির্ধারিত সময়ে হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *