সাজেদুল হক সাজু, কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল শনিবার (২৩ জুলাই ) বিকাল ৪ টা পর্যন্ত। এ নির্বাচনে শেখ সাইফুল বারী সফু ও সুকুমার দাশ বাচ্চু’র নেতৃত্বে পৃথক ১৩ টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকাল সাড়ে ৩ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের গঠিত নির্বাচন কমিশনের দপ্তরে উৎসব মুখর পরিবেশে সফু ও বাচ্চু প্যানেল তাদের মনোনয়নপত্র জমা দেন। কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য- নির্বাহী কমিটির নির্বাচনের নির্বাচন কমিশনের সহকারী কমিশনার, চাম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান ও দৈনিক সমাজের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ মোড়ল ও নির্বাচন কমিশনের দপ্তর সম্পাদক, কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দৈনিক সাতঘরিয়া পত্রিকার প্রতিনিধি গাজী মিজানুর রহমান মনোনয়নপত্র গ্রহন করেন। মনোনয়ন পত্র দাখিল এর সময় কালিগঞ্জ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের সাথে স্থানীয় সুধিবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply