কলারোয়ার মুরারীকাটি কালী মন্দির মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি


নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার দক্ষিণ মুরারীকাটি কালী মন্দির মাঠ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১জুলাই) বিকেলে সাতক্ষীরা-১আসনের তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই কালী মন্দিরের মাঠ সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌর সভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, দিতী খাতুন, দক্ষিণ মুরারীকাটি পূজা উদযাপন কমিটির সভাপতি রনজিৎ কুমার মন্ডল, আমেরিকান প্রবাসী ও সমাজসেবক রফিকুল ইসলাম মল্লিক, ৭নং ওয়ার্ড আ,লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নির্মল কুমার মন্ডল, নিমাই চন্দ্র হোড়, কাশিয়াডাঙ্গার ইউপি সদস্য আলী মাহমুদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন-অহনা পোদ্দার। অতিথিরা তাদের বক্তব্য মুরারীকাটি কালী মন্দির সংস্কার, দূর্গা মন্দির সংস্কার, কালী মন্দির প্রবেশ রাস্তা সংস্কার, পানি নিষ্কাশন, ফসলী মাঠ ও ড্রেন নির্মাণের দাবী করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *