আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক আশুতোষ রায়ের মর্মান্তিক মৃত্যু










বি এম আলাউদ্দিন আশাশুনি প্রতিনিধ:
আশাশুনি সদরের পল্লী চিকিৎসক সাবেক সাংবাদিক ও বাংলাদেশ গ্রাম্য ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সাখার সভাপতি আশুতোষ সানা (৬০) মোটরসাইকেল এক্সিডেন্টে নিহত হয়েছেন। তথ্য অনুসন্ধানে এবং সারা জমিনে গিয়ে দেখা যায়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা হইতে মোটরসাইকেল যোগে আশাশুনি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে চাপড়া সড়কের কেয়ার রাস্তার মোড়ে, চিলেঙ্গার মোড়ের একটু আগে মোটরসাইকেল এক্সিডেন্ট করে ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন। এই ঘটনার খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেন। নিহত পল্লী চিকিৎসক আশুতোষ রায়ের বাড়ি আশাশুনি সদরের দয়ারঘাট গ্রামে। পূর্বে বাড়ি কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত জীবন কৃষ্ণ রায়ের ছেলে আশুতোষ রায় (৬০)। তার এই মৃত্যুতে আশাশুনি উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও উপজেলা নাগরিক সমাজ সহ আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


to balaka.att, bapi62322, bbcsatkhira, bablu.press14, bablaassa, babusat87, news.satkhiraprotidin, nuralammali22, abachcu, amadernotunbarta, PRESS, sktanzir, satkhira.9400, salimahmed2350, shaheengolder, shomoynews24, svmiraj2016, hossinshamim31, farukr75, dailyspandan, dasatkhira, me, dailyspandan06, voiceofchilmari21, dailysatkhira, dailysatnadee







আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক আশুতোষ রায়ের মর্মান্তিক মৃত্যু

বি এম আলাউদ্দিন আশাশুনি প্রতিনিধ:
আশাশুনি সদরের পল্লী চিকিৎসক সাবেক সাংবাদিক ও বাংলাদেশ গ্রাম্য ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সাখার সভাপতি আশুতোষ সানা (৬০) মোটরসাইকেল এক্সিডেন্টে নিহত হয়েছেন। তথ্য অনুসন্ধানে এবং সারা জমিনে গিয়ে দেখা যায়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা হইতে মোটরসাইকেল যোগে আশাশুনি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে চাপড়া সড়কের কেয়ার রাস্তার মোড়ে, চিলেঙ্গার মোড়ের একটু আগে মোটরসাইকেল এক্সিডেন্ট করে ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন। এই ঘটনার খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেন। নিহত পল্লী চিকিৎসক আশুতোষ রায়ের বাড়ি আশাশুনি সদরের দয়ারঘাট গ্রামে। পূর্বে বাড়ি কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত জীবন কৃষ্ণ রায়ের ছেলে আশুতোষ রায় (৬০)। তার এই মৃত্যুতে আশাশুনি উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও উপজেলা নাগরিক সমাজ সহ আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Attachments

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক আশুতোষ রায়ের মর্মান্তিক মৃত্যু
বি এম আলাউদ্দিন আশাশুনি প্রতিনিধ:আশাশুনি সদরের পল্লী চিকিৎসক সাবেক সাংবাদিক ও বাংলাদেশ গ্রাম্য ডাক্তার কল্যাণ সমিতির উপজেলা সাখার সভাপতি আশুতোষ সানা (৬০) মোটরসাইকেল এক্সিডেন্টে নিহত হয়েছেন। তথ্য অনুসন্ধানে এবং সারা জমিনে গিয়ে দেখা যায়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা হইতে মোটরসাইকেল যোগে আশাশুনি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে চাপড়া সড়কের কেয়ার রাস্তার মোড়ে, চিলেঙ্গার মোড়ের একটু আগে মোটরসাইকেল এক্সিডেন্ট করে ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন। এই ঘটনার খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেন। নিহত পল্লী চিকিৎসক আশুতোষ রায়ের বাড়ি আশাশুনি সদরের দয়ারঘাট গ্রামে। পূর্বে বাড়ি কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী গ্রামের মৃত জীবন কৃষ্ণ রায়ের ছেলে আশুতোষ রায় (৬০)। তার এই মৃত্যুতে আশাশুনি উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও উপজেলা নাগরিক সমাজ সহ আশাশুনি রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *