বি এম আলাউদ্দীন প্রতিনিধি : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর উদ্বোধন উপলক্ষে র্যালী, মাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পথমে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে যেয়ে ২৫ কেজি রুই, কাতলা ও মিরগিল মাছ অবমুক্ত করেন। পরে বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজলা নির্বাহী কর্মকর্তা মাঃ ইয়ানুর রহমানর সভাপতিত্ব আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখন উপজলা পরিষদর চয়ারম্যান ও উপজলা আ’লীগর সভাপতি এবিএম মাস্তাকিম। এ সময় তিনি বলন, জাতির জনক বঙ্গবন্ধু শখ মুজিবুর রহমান কষি ও মৎস্য সম্পদক সর্বাচ গুরুত্ব দিয় দশর অর্থনতিক অবকাঠামাক মজবুত কর সানার বাংলাদশ গড়ার পরিকল্পনা করন। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদনর জন্য প্রধানম্ত্রী জননত্রী শখ হাসিনা মৎস্যখাতক সর্বাচ প্রাধান্য দিয় মৎস্য চাষী ও জলদরক আর্থিক প্রণাদনা সহ নানাবিধ সুযাগ-সুবিধা প্রদান কর। এত মৎস্যখাতক দশর অন্যতম রপ্তানি খাত পরিণত করত সক্ষম হয়ছন। যার ফল বাংলাদশ আজ ইলিশ উৎপাদন বিশ্ব প্রথম স্ান অধিকার করত সক্ষম হয়। এছাড়া অন্যান্যদর মধ্য বক্তব্য রাখন ও উপস্তি ছিলন ভাইস চয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, মুসলিমা খাতুন মিলি, সাবক মুক্তিযাদ্ধা কমান্ডার আব্দুল হানান, উপজলা কষি কর্মকর্তা রাজিবুল হাসান, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘাষ, উপজলা মরিন ফিসারিজ অফিসার রতা রানী সাহা, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মাস্তফিজুর রহমান, উপজলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সরদার, সুফলভাগী সাইফুল আলম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করন উপজলা যুব উনয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম। আলাচনা সভা শষ উপজলার শ্রষ্ঠ তিন জন মৎস্য চাষীক ক্রস্ট প্রদান করা হয়। এসময় উপজলার বিভিন ইউনিয়নর জল ও মৎস্য চাষিরা অংশগ্রহণ করন।
Leave a Reply