আদালতের আদেশ মানছে না বিবাদী পক্ষ : কলারোয়ার কেরালকাতায় মুক্তিযোদ্ধার জমি দখল করে পাকা ঘর র্নিমানের চেষ্টা ।। আহত-৩


নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ার কেরালকাতায় মুক্তিযোদ্ধার জমি দখল করে পাকা ঘর নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় আদালতে ১৪৫ ধারা মামলা হলেও আদালতের আদেশ মানছে না বিবাদী পক্ষরা। তারা ওই ঘর নির্মানের কাজ অব্যহত রেখেছে। প্রতিবাদ করাতে তারা হামলা চালিয়ে ৩ নারীকে পিটিয়ে জখম করেছে। এঘটনায় আদালতে একটি মামলাও হয়েছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার কেরালকাতা গ্রামে। ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধার মেয়ে মনোয়ারা খাতুন অভিযোগ করে বলেন-কেরালকাতা মৌজায় ২৪১৪ দাগে ৬শতক জমি আছে যার উত্তরে অজিয়ার, দক্ষিণে রাজু, পূর্বে নুর মোহাম্মাদ ও পশ্চিমে-দ্বীন আলি। ওই জমি দখল করে ফারুক, অজিয়ার, মারুফ ও রায়হান পাকা ঘর নির্মানের জন্য ভিত করে। এঘটনায় ঘর নির্মাণে বাধা দিতে গিয়ে প্রতিক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মনোয়ারা খাতুন (৫৫), আনোয়ারা খাতুন (৫২) ও রাবেয়া খাতুন (৭৫) আহত হন। আহতদের কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে বিবাদী পক্ষ ফারুক, অজিয়ার, মারুফ সহ অন্যন্যে সদস্যর বিরুদ্ধে মামলা হয়। এর আগে গত ১৭মে আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৪৫ ধারায় একটি মামলাও চলমান রয়েছে। বাদী পক্ষ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের অভিযোগ আদালতের আদেশ মানছে না বিবাদী পক্ষরা। মামলা করায় নিরাপত্তাহীনতায় ভুগছে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। ন্যায় বিচারের দাবীতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের সু-দৃষ্টি কামনা করেছেন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *