তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় খাস জমি ও জলমহাল ব্যবস্থাপনা এবং মুসলিম উত্তরাধিকার আইনে সম্পত্তিতে নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ই জুলাই) উত্তরণের আইডিআরটি সেন্টারে বেসরাকারি উন্নয়ন সংস্থা উত্তরণের আমার প্রকল্পের আয়োজনে তালা উপজেলা পর্যায়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা ভূমি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক অচিন্ত সাহা, সাংবাদিক আব্দুর জব্বার প্রমূখ। কর্মশালায় খাসজমি ও জলমহাল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন মোঃ মনিরুজ্জামান জমাদ্দার এবং রাষ্ট্রীয় আইন ও ধর্মীয় বিধানে উত্তরাধিকার সম্পত্তিতে মুসলিম নারীর অধিকার, বাস্তবতা ও চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করেন প্রকল্পের কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান। কর্মশালায় ভূমিহীনদের অধিকার আদায়ের বাস্তবতা ও চ্যালেঞ্জসমূহ এবং আরও দ্রুত তাদের মাঝে খাস জমি ও নারীদের উত্তরাধিকার সম্পত্তি বণ্টনের বিষয় উঠে আসে।
Leave a Reply