বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে ২৩৬ জন জীবিত মুক্তিযোদ্ধাদের আইডি কার্ড ও ডিজিটাল সনদ প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সম্মেলন কক্ষে এ আইডি কার্ড ও ডিজিটাল সনদ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান। এ সময় সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, জেলা মুক্তিযোদ্ধা কমিটির সাবেক সদস্য আব্দুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা ভাতা কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ মনসুর রহমান, উপজেলার ১১টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারসহ সকল মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ উপজেলার ১৬৮ জন মৃত বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সঠিক কাগজপত্র দেখিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ডিজিটাল সনদ নেওয়ার জন্য বলা হয়েছে।
আশাশুনিতে মজিব বর্ষের ঘর পাওয়ার দাবিতে ভূমিহীনদের বিক্ষোভ সমাবেশ ও ইউএনও বরাব স্মারক লিপি প্রদান
Leave a Reply