বলিউডে বাদশার ৩০ বছর পূর্তিতে ‘পাঠান’র মুক্তির তারিখ ঘোষণা

আউটসাইডার হয়েও বলিউডে দাপটের সঙ্গেই রাজত্ব করেছেন বাদশাহ শাহরুখ খান। এরইমধ্যে পার হয়ে গেছে ৩০ বছর। তার শেষ ছবি ‌‌‌’জিরো’। চার বছর পর ফের পর্দায় ফিরছেন তিনি। ছবির নাম পাঠান। আগামী বছরের ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।

পাঠান ছবিটিতে শাহরুখের নায়িকা হিসেবে আছেন দীপিকা পাড়ুকোন। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে আছেন জন আব্রাহাম। বলিউডে শাহরুখের ৩০ বছর পূর্তিতে পাঠানের নতুন পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্ম। এতে অ্যাকশন লুকে দেখা গেছে শাহরুখকে। হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগুতেও মুক্তি পাবে পাঠান। ছবির পোস্টার প্রকাশ করে শাহরুখ লিখেছেন, ‌বলিউডে আমার ৩০ বছর পার হয়ে গেছে। আর সময়ের হিসাব করবো না কারণ আপনাদের ভালোবাসা ও হাসিমুখ সবকিছুর ঊর্ধ্বে। পাঠান ছবিটির মাধ্যমেই আমরা এই যাত্রা আরেকটু সামনে এগিয়ে নিয়ে যাবো।

এ বছর মুক্তি পাবে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ব্রহ্মাস্ত্র ছবিটি। জানা গেছে এখানে অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখকে। 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *