সংবাদ বিজ্ঞপ্তি:
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উদ্যোগে মূল্যবৃদ্ধি না করে বিদ্যুৎ ও গ্যাসখাতের আর্থিক ঘাটতি সমন্বয়ের বিকল্প প্রস্তাব উপস্থাপন এবং ক্যাব কর্তৃক ‘বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি (প্রস্তাবিত)’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচনের জন্য একটি নাগরিক সভা আগামীকাল বৃহস্পতিবার, ০২ জুন ২০২২, সকাল ১১.০০ টায় তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল, জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ, এমপি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিমউদ্দিন খান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্যাবের সভাপতি জনাব গোলাম রহমান।
উক্ত অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের জন্য আপনার পত্রিকা/বেতার/টেলিভিশন চ্যানেলের একজন রিপোর্টারকে তথ্য সংগ্রহের জন্য উক্ত অনুষ্ঠানে থাকার জন্য অনুরোধ করছি।
Leave a Reply