মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যা, এ বছরেই খুনের শিকার ১২ সাংবাদিক

অনলাইন ডেস্ক: মেক্সিকোতে নিজ বাড়িতে বন্দুক হামলায় আরও এক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই ঘটনায় তার ২৩ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছেন।গতকাল বুধবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে মেক্সিকোর স্থানীয় গণমাধ্যম। নিহত অ্যান্তোনিও ডি লা ক্রুজের বয়স ৪৭ বছর। তিনি স্থানীয় পত্রিকা এক্সপ্রেসো’তে কাজ করতেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোতে চলতি বছর হত্যাকাণ্ডের শিকার হওয়া সাংবাদিকদের মধ্যে  ক্রুজ ১২তম।ক্রুজ এক্সপ্রেসো’তে তিন প্রায় তিন দশক ধরে কাজ করতেন। তিনি সামাজিক ও গ্রামীণ নানা বিষয় নিয়ে রিপোর্ট করতেন। থাকতেন সিউদাদ ভিক্টোরিয়া শহরে।

চলতি বছর মেক্সিকোতে সাংবাদিক হত্যা রেকর্ড ছাড়িয়েছে। আল জাজিরা বলছে, রণাঙ্গণের বাইরে মেক্সিকোতেই সাংবাদিকরা বেশি সহিংসতার শিকার হচ্ছেন, দেশটি দিনকে দিন সাংবাদিকদের জন্য ভয়াবহ হয়ে উঠছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *