বন্যাদুর্গতদের জন্য আমির খান দিলেন ৩০ লাখ টাকা

ভারতের আসাম রাজ্যে বেশ কয়েক দিন ধরেই বন্যা। এই বন্যায় প্রাণ হারিয়েছে বহু মানুষ। বহু মানুষ হারিয়েছে তাদের ঘর–বাড়ি। প্রায় ১ লাখ ৮৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানকার মানুষের বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়েছে এখন। ক্ষতিগ্রস্ত এসব মানুষের সহায়তায় এবার এগিয়ে এলেন বলিউড তারকা আমির খান। প্রায় ৩০ লাখ টাকা অনুদান দিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন তিনি।মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকা অনুদান দিয়েছেন তিনি। বলিউড অভিনেতার এই মানবিকতায় কৃতজ্ঞ আসামের মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি টুইট করে আমিরের অনুদান দেওয়ার কথা ঘোষণা করে ধন‍্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমাদের রাজ‍্যের বন‍্যাদুর্গত মানুষের জন‍্য সাহায‍্যের হাত বাড়িয়েছেন বলিউডের প্রখ‍্যাত অভিনেতা আমির খান। মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ৩০ লাখ টাকার অনুদান দিয়েছেন তিনি। তাঁর এই মানবিক উদ‍্যোগের জন‍্য কৃতজ্ঞতা জানাই।’আসামের বন‍্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বলিউড ইন্ডাস্ট্রিও। আমিরের আগে একাধিক তারকা এই ত্রাণ তহবিলে সহায়তা দিয়েছেন। এর মধ‍্যে রয়েছেন পরিচালক রোহিত শেট্টি, গায়ক সোনু নিগম, অভিনেতা অর্জুন কাপুর। তিনজনই প্রায় ছয় লাখ টাকা করে দিয়েছেন আসামের মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।কিছুদিন আগে সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যা দেখেছে এ দেশের মানুষ। পানিতে তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, মাছের ঘের ও ফসলি জমি। তখন তাদের পাশে দাঁড়িয়েছিলেন ঢালিউড তারকারাও।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *