বুধবার (২২ জুন) সকাল ১০টায় ব্রক্ষরাজপুর ও বল্লি ইউনিয়ান পরিষদে প্রগতির উদ্যোগে ভিজিডি কর্মসূচি আওতায় সুফল ভোগিদের নিয়ে ভিজিডি প্রশিক্ষল কার্যক্রম আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কাযক্রমে বিশেষ অতিথি ছিলেন ব্রক্ষরাজপুর ইউপি সচিব শেখ আমিনুর রহমানসহ মেম্বরগণ এবং বল্লি ইউপি সচিব মো: তানজির আহমেদসহ সংরক্ষিত মেম্বর মোছা: কহিনুর ও অন্যান্য মেম্বরগণ। ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করেন প্রগতি’র পক্ষে সমন্বয়কারী সুপ্রকাশ দে, এবং প্রশিক্ষক মো: মাসুদ হাসান।
Leave a Reply