তেরছি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন বাতিল করায় ক্ষোভ


নিজস্ব প্রতিনিধি: তালা উপজেলার তেরছি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনের তপসিল ঘোষণা করা হয় ৪ জুন ২০২২। নির্বাচনের তপসিল মোতাবেক আগামী ২৪ জুন ২০২২ অনুষ্ঠিতব্য এ নির্বাচনে দুটি প্যানেলে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচনে মোট ভোটার ২৪০ জন। নির্বাচনে একজন অভিভাবক সদস্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে, অপর পক্ষের মহিলা অভিভাবক সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বুধবার (২২ জুন) তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান মৌখিকভাবে এ নির্বাচন বাতিল করে পুনরায় তপসিল ঘোষণার কথা জানান। এতে স্থানীয়দের মাঝে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুর্বের প্রকাশিত তপসিল মোতাবেক নির্বাচন পরিচালনার দাবী জানিয়েছেন। এব্যাপারে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান জানান, ভোটার তালিকা ক্রটি থাকায় জেলা প্রশাসক বরাবর অভিযোগ হয়েছে। এজন্য ভোটার তালিকা পুনরায় সংশোধনের মাধ্যমে নির্বাচন করার কথা বলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *