আশাশুনিতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত


বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:”মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী ২০২২ আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বরে এ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তার অংশগ্রহণে মানববন্ধন এবং সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হকের সঞ্চালনায় পিআইও মোঃ সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, সহকারি প্রোগ্রাম কর্মকর্তা আখতার ফারুক বিল্লাহ, সাংবাদিক জি এম মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *