আশাশুনিতে ধূমপান ও তামাক বিরোধী টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ (২০১৩ সালের সংশোধিত) বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রন আইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারাসমূহ বাস্তবায়নে উপজেলা টাস্কাফোর্স কমিটির সদস্যদের নিজস্ব ও তাদের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রবেশ/বহিগমন পথ ও অন্যান্য দৃশ্যমান স্থানে নো স্মোকিং সাইনেজ স্থাপন, পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানে জরিমানা, অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রয়ে জরিমানা, ধুমপানের নিষিদ্ধ এলাকা, সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রচার এবং মানুষকে ধুমপান থেকে বিরত রাখতে বিভিন্ন প্রচার প্রচারনা ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান এর সভাপতিত্বে এবং বাংলাদেশ তামাক বিরোধী জোটের সদস্য ও সেবামূলক সংস্থা মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মোহাম্মদ মিজানুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অসিম বরণ চত্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আজিজুল হক, উপেজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কমকর্তা মোছা: হোসনে আরা হোসেন, স্টেশন অফিসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোঃ আব্দুল কালাল মোড়ল, রুপান্তর এর তনুশ্রী মল্লিক ও নান্নু প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *