নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধনের মধ্য দিয়ে সাতক্ষীরাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের ভাগ্যের দূয়ার খুলে যাবে। স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন ২৫ জুন সকাল ১০টায়। সেই উদ্বোধনে শরীক হতে এবং উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা ত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুন) রাতে এমপি রবির পক্ষ থেকে সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে উৎসাহিত নেতা-কর্মী পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার প্রাক্কালে সকলের কাছে দোয়া কামনা করেছেন নেতা-কর্মীরা।
Leave a Reply