নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত। সোমবার ২৩ মে সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এনজিও সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট সংস্থার উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্প অবহিতকরণ সভায় সংস্থা দি হাঙ্গারপ্রজেক্টের খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর সভাপতিত্বে ও সংস্থাটির আঞ্চলিক সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম,কবি পল্টু বাসার,অধ্যক্ষ সুনীল কুমার সানা, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী কাকলী সরকার,সমন্বয়ক মো. আজমির হোসেন,ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন,প্যানেল চেয়ারম্যান মো. নুরুল হুদা,ডা. সুব্রত কুমার। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এম , আহসানুর রহমান রাজীব,ইদ্রিসজ্জামান,নলতা রেডিও স্টেশন মাষ্টার সেলিম শাহরিয়ার, মো. আসাদুজ্জামান সরদার মধু, এস এম হাবিবুল হাসান,আরিফুজ্জামান আপন, জাহিদু হুসাইন,নাজমুল শাহাদাৎ জাকির, তরিকুল ইসলাম অন্তর প্রমুখ।কোভিড-১৯ মহামারি প্রতিরোধ প্রকল্প অবহিতকরণ সভায় বক্তারা বলেন,কোভিড-১৯ প্রতিরোধ এবং টিকা গ্রহণের জন্য ব্যক্তি এবং সমাজের জ্ঞান বৃদ্ধি এবং অনুশীলনে উদ্বুদ্ধ করতে হবে, পপুলার থিয়েটার বা লোকগানের মাধ্যমে গণসচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। হাট,বাজার,বাস,রেলওয়ে স্টেশন,মসজিদ এবং অন্যান্য জনবহুল স্থানে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।স্কুল পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে থ্রি-ডবলু প্রচারাভিযান (হাত ধোয়া, মাস্ক পরা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা)।সেলক্ষ্যে প্রতিটি উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে ।স্কুলে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক তথ্য সম্বলিত ক্লাস রুটিন বিতরণ করা।জনবহুল স্থানসমূহে পোস্টারিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো।
এছাড়া কোভিড-১৯ প্রতিরোধমূলক আচরণ, সেবাদান এবং ভ্যাকসিন গ্রহণে ইতিবাচক মনোভাব গড়ে তোলার সুবিধার্থে সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ততা বৃদ্ধি করা। কমিউনিটি লিডারদের সম্পৃক্ত করার লক্ষ্যে তাদের সাথে প্রকল্প পরিচিতি সভা করা।সমাজের বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে কর্মশালা করা ও গ্রামাঞ্চলের জনসাধারণের সাথে উঠান বৈঠকের মাধ্যমে টিকাদানের বিষয়ে প্রচারণা/উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা।জনগণের অভিগম্যতা বৃদ্ধি প্রক্রিয়াকে (চাহিদা প্রকাশ, প্রতিক্রিয়া জানানো, উদ্বেগ/অভিযোগ উত্থাপন ইত্যাদি) সুদৃঢ়করণ। জেলা ও উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং স্বাস্থ্যকর্মীদের সাথে টাউনহল বৈঠক/মতবিনিময়। পরিশেষে নাগরিক প্রতিক্রিয়া সম্পর্কে অবহিতকরণের জন্য সরকারী পরিষেবা প্রদানকারীর সাথে অ্যাডভোকেসি মিটিং আয়োজন করতে হবে। তাহলে কোভিড-১৯ প্রতিরোধ করা সম্ভব হবে। সেজন্য কমিউনিটির সকল পর্যায়ের মানুষদের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন বক্তরা।
Leave a Reply