আব্দুল্লাহ আল মামুন: সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা বুধবার সকাল ১১টায় কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ ময়নুল হাসান। কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তাক আহমেদ, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সম্পাদক প্রদ্যুত কুমার বিশ্বাস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার সরকার, কলেজের ক্রীড়া শিক্ষক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত রিফারি তৈয়ব হাসান বাবু, আইসিটি বিভাগের শিক্ষক আকরাম হোসেন। অনুষ্ঠানে নজরুল সংগীত এবং কাজী নজরুল ইসলাম রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply