প্রেসবিজ্ঞপ্তি : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে কটুক্তি করায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর সংগ্রামী সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ’র উপর পুলিশ কতৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩শে মে) বিকালে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব ও মমতাজুল ইসলাম চন্দনের নেতৃত্বে শহরের আমতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক প্রদক্ষিন করে তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে মিলিত হয়।
সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় সাতক্ষীরা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply