প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় অর্পিত সম্পত্তির অধিকার সুরক্ষায় মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্বদেশ’র আয়োজনে ও এএলআরডি-ঢাকা’র সহযোগিতায়(২৩ মে) সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা সদরের বাটকেখালি ঋষিপাড়র মোড়ে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি শেষে সাতক্ষীরা কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বাংলাদেশের সাধারণ নাগরিক সমাজের পক্ষে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
সারাদেশে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর ক্ষেত্রেসাম্য, সমতা, সামাজিক মর্যাদা নিশ্চিতকরতে ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘু দে নিরাপদে ধর্মীয় চর্চা, ভূমি আইনস রংরক্ষণ, সকল নাগরিকের সমান মর্যাদাসহ সকল ক্ষেত্রে সমান অধিকার বাস্তবায়নে বাংলাদেশের সাধারণ নাগরিক সমাজের পক্ষে মাববন্ধন, গণস্বাক্ষর ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলিত নেতা গৌরপদ পাল, মারিয়া, সুন্দরী, সাধন দাশ, শংকর দাশ, অঞ্জনা বৈরাগী, অনিমা দাশ, মাধবী দাশ, আরবআলী, শাবানআলী, মায়াদাশ, অন্তি দাশপ্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ সংখ্যালঘু ও নাগরিক জীবনে বিরাজিত বহুমুখী সংকট উত্তরণে ২০০৮ ও তার পরবর্তী জাতীয় নির্বাচনের প্রাক্কালে আপনার নেতৃত্বাধীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগেরনির্বাচনীইশতেহারেবিবৃত অঙ্গীকারের আলোকে স্মারকলিপির দাবির প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেনএবং সকল পর্যায়ে বৈষম্য বিলোপ এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসীদের বাড়ি ঘরে হামলা ও জখম, জমিজমা, দেবোত্তর সম্পত্তি ও জবর দখলের অপচেষ্টা, ধর্ম অবমাননার মিথ্যা গুজব ছড়ানো বন্ধ, নিরীহ জনগণকে হয়রানি ও তাদের উপাসনালয়ে হামলার ঘটনায় সংশ্লিষ্ট দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।
Leave a Reply