নিজস্ব প্রতিনিধি : ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) যাচাই বাঁছাই ও প্রত্যাহার শেষে এ চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশনারগণ। দু’টি শ্রমিক সংগঠনের ১৩টি পদের বিপরীতে মনোনয়ন পত্র জমা পড়েছিল ৭২টি। ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর প্রধান নির্বাচন কমিশনার ছাইফুল করিম সাবু, সহকারী নির্বাচন কমিশনার জিয়াউর বিন সেলিম যাদু ও সহকারী নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় সভাপতি পদে মো. এরশাদ আলী ও আনারুল ইসলাম, সহ-সভাপতি পদে নজরুল ইসলাম, আলমগীর হোসেন ও আরিজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম ও হাফিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম, রাজু হোসেন ও মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম, খাদেমুল ইসলাম ও কুতুব উদ্দীন গাজী, কোষাধ্যক্ষ পদে কামরুল ইসলাম ও আল-আমিন হোসেন, প্রচার সম্পাদক পদে মো. কারিমুল ইসলাম ও সেলিম মোল্যা, দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান, ইয়াছিন আলী ও ইদ্রিস আলী, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে নুর ইসলাম ও মনিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে জাকির হোসেন, সিরাজুল ইসলাম ও আমির হামজাএবং কার্যনির্বাহী সদস্য পদে আল-আমিন, নজরুল ইসলাম, রেজাউল গাজী, মনিরুল ইসলাম, ইউনুছ আলী, শরিফুল ইসলাম, আঃ মালেক, মছিয়ার রহমান, হযরত আলী, আবু-হাসান, লুৎফর রহমান, রবিউল ইসলাম ও রফিকুল ইসলাম।
অপরদিকে ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর প্রধান নির্বাচন কমিশনার শেখ হারুন উর রশিদ, সহকারী নির্বাচন কমিশনার এ্যাড.শেখ তামিম আহমেদ সোহাগ ও সহকারী নির্বাচন কমিশনার শেখ শাহাঙ্গীর হোসেন সাহিন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন। তাতে দেখা যায়, ৩জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছেন এবং ৪জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। সভাপতি পদে আছেন মো. আনারুল ইসলাম, মো. রেজাউল করিম, হারান চন্দ্র ঘোষ ও নজরুল ইসলাম, সহ-সভাপতি পদে মো. তুহিন হোসেন ও মো. আলিম, সাধারণ সম্পাদক পদে মো. মাসুদ আলম, মো. হাবিবুর রহমান, মো. হাফিজুল ইসলাম ও মো. হারুনার রশিদ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল আলিম ও মো. সিরাজ মোল্যা, সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু সাইদ মো. শওকাত আলী, কোষাধ্যক্ষ পদে সুজিত কুমার সরকার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত, প্রচার সম্পাদক পদে মো. আলী হোসেন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত, দপ্তর সম্পাদক পদে আসাদুল ইসলাম ও কৃষ্ণ পদ গাইন, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে মনিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আবুল কাশেম, মো. আকরম হোসেন ও মো. সাদেক আলী, এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. মুনছুর আলী, মো. রকিবুল হাসান হারুন, মনিরুল ইসলাম, মহিদ বিশ^াস, মো. আনিছুর রহমান, মো. আঃ গফ্ফার, আলতাফ হোসেন, মো. আঃ ছাত্তার ও মো. বাবলু হোসেন। নির্বাচনী তফশীলে খসড়া ভোটার তালিকা অনুযায়ী আগামী ০২/০৬/২০২২ প্রতীক বরাদ্দ এবং ভোট গ্রহণের তারিখ ১১/০৬/২০২২। ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ এর নির্বাচনকে কেন্দ্র করে ভোমরা স্থলবন্দর এলাকায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।
Leave a Reply