ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান উত্তরপাড়ার মোঃ রাশেদুজ্জামান ওরফে ছোট খোকনের (ক্রিকেটার) বিরুদ্ধে জমি লিখে না দেওয়ায় নিজ মাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মোঃ রাশেদুজ্জামান ওরফে ছোট খোকনের মা মমতাজ বেগম সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং ১৮৪৯।
ডায়েরিতে মমতাজ বেগম লিখেছেন, মোঃ রাশেদুজ্জামান ওরফে ছোট খোকন তার বড় ছেলে। তার বড় ছেলের বর্তমান স্ত্রীর (৪র্থ) নাম মোছাঃ ইতি। তারা তাকে ঠিকমত দেখাশোনা করে না। সবসময় মারতে আসে। অকথ্যভাষায় গালিগালাজ করে। খুন জখম করার হুমকি দেয়। এছাড়া জমি লিখে না দেওয়ায় গত ২২ এপ্রিল সন্ধ্যায় মোঃ রাশেদুজ্জামান ওরফে ছোট খোকন ও তার স্ত্রী মোছাঃ ইতি মমতাজ বেগমকে মারপিট করেন এবং বিষ খাইয়ে অথবা বালিশ চাপা দিয়ে অথবা গলায় ফাঁস দিয়ে হত্যার পর লাশ গুম করে দেওয়ায় হুমকি দেয়।
বড় ছেলের অত্যাচার ও হুমকিতে ভীতসন্ত্রস্ত হয়ে মমতাজ বেগম বিষয়টি ডায়েরিভুক্ত করেছেন।
Leave a Reply