বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:আশাশুনিতে জনশুমারি ও গৃহগণনা “২০২২” কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। সভায় সরকারি দিক নির্দেশনা অনুযায়ী জাতীয় জনশুমারি ও গৃহগণনা বাস্তবায়ন করার লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা আগামী ১৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত কার্যক্রম পরিচালিত হবে। আশাশুনি উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মন্ডলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, কৃষি উপ সহকারী কর্মকর্তা দীপক মল্লিক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু সহ কমিটির সদস্যবৃন্দ।
আশাশুনিতে জনশুমারি ও গৃহগণনা কমিটির সভা

Leave a Reply