স্টাফ রিপোর্টারঃ
যশোর জেলার বেনাপোলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাওড়ে পড়ে সুজন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহান (২৬) নামে আরও একজন। নিহত সুজন বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত্যু আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়রা জানায়, ঈদের দিন অর্থ্যাৎ৩/৫/২২তাং মঙ্গলবার সন্ধ্যায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বেনাপোল-ঘিবা সড়কের পাশে পেঁচোড় বাওড়ে পড়ে যায়। এতে মোটরসাইকেল চালক সোহান ও সুজন গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত বলে ঘোষনা করেন।
ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া।
Leave a Reply