নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের খুশি ভাগা-ভাগি করে নিতে সাতক্ষীরায় ছিন্নমূল, ভূমিহীন, দৃষ্টি প্রতিবন্ধী, বধির ও বাক প্রতিবন্ধী মানুষের মাঝে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। রবিবার (০১ মে) দুপুরে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ সেমাই চিনি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর এমপি মহোদয়ের একান্ত ব্যক্তিগত সহকারি শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম, ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, নুর মনোয়ার প্রমুখ।
Leave a Reply