দেবহাটার হাজী কেয়াম উদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের ৮ সাফল্য

প্রেস বিজ্ঞপ্তি : দেবহাটার নারী শিক্ষা ক্ষেত্রে কলেজ পর্যায়ে একমাত্র বিদ্যাপিঠ সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। কলেজটি ১৯৯৬ সালে ইউনিয়নের সাবেক সখিপুর চেয়ারম্যান ছালামতুল্যাহ গাজী তার পিতা হাজী কেয়ামউদ্দীনের নামে প্রতিষ্ঠা করেন। সেই থেকে সখিপুরের এই ঐতিহ্যবাহী বিদ্যাপিঠটি সফলতার সাথে ছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণ করে আসছে। গত ও ১৮ ও ১৯ মে ছিল জাতীয় শিক্ষা সপ্তাহ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে গতকাল অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতা। এতে হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ৮টি গ্রুপে। যার মধ্যে উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম।
এছাড়া এ কলেজের নজরুল ইসলাম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, মিলনী বালা মন্ডল শ্রেষ্ঠ গালর্স গাইড শিক্ষক, অনিশা পারভীন শ্রেষ্ঠ গালর্স গাইড, ফারজানা ইয়াসমীন একক প্রতিযোগিতায়, মল্লিকা পাল দেশাত্ববোধক গান এবং লোক সঙ্গীতে, বিলকিস নাহার ও তার দল দল ভিত্তিক জারী গানে উপজেলার শ্রেষ্ঠ হওয়ার সফলতা অর্জন করেছেন। এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে এসকল নানা মুখী সাফল্য অর্জন করায় কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মাজেদসহ অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন অভিভাবক এবং ব্যক্তিবর্গের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *