বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:আশাশুনিতে জনশুমারি ও গৃহগণনা “২০২২” কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। সভায় সরকারি দিক নির্দেশনা অনুযায়ী জাতীয় জনশুমারি ও গৃহগণনা বাস্তবায়ন করার লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। দেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা আগামী ১৬ জুন থেকে ২১ জুন পর্যন্ত কার্যক্রম পরিচালিত হবে। আশাশুনি উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শ্মশান কুমার মন্ডলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, কৃষি উপ সহকারী কর্মকর্তা দীপক মল্লিক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু সহ কমিটির সদস্যবৃন্দ।
Leave a Reply