আশাশুনির বুধহাটায় স্মরণকালের সেরা ইফতার মাহফিলে অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি


বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় স্মরণকালের সেরা ইফতার মাহফিল অনুষ্ঠিত।
বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চত্বরে শুক্রবার এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।বুধহাটা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধহাটা ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাহবুবুর হক ডাবলুর সার্বিক ব্যবস্থাপনায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, শাহনেওয়াজ ডালিম,  হোসেনুজ্জামান হোসেন, এসএম ওমর সাকি পলাশ, প্রভাষক দিপংকর বাছাড় দীপু, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, আব্দুল আলিম মোল্যা, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম আক্তারুজ্জামান, সম্পাদক মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা জলিল ঢালী প্রমূখ উপস্থিত ছিলেন।ইউপি চেয়ারম্যান মাহবুবুর হক ডাবলুর সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বুধহাটা বাজারের সার্বিক উন্নয়ন এবং এলাকার জলাবদ্ধতা নিরসনে খালের নেটপাটা অপসারণের জন্য করনীয় বিষয় গুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বেলাল বিন রফিক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *