সাতক্ষীরার কলেজছাত্র তারিক ইসলামের নতুন দুটি বই প্রকাশিত

শেখ শাকিল হোসেন :
সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী তারিক ইসলামের কৃষি বিষয়ক নতুন দুটি বই ‘পুকুরে মুক্তা চাষ’ এবং ‘আধুনিক পদ্ধতিতে মৌমাছি চাষ’ প্র‍কাশিত হয়েছে। বই দুটি প্র‍কাশ করেছে রাজধানীর আদিত্য অনিক প্র‍কাশনী। বই দুটি অনলাইনে রকমারিতেও পাওয়া যাচ্ছে।
তারিক ইসলাম জানান, বাংলাদেশের অর্থনীতির প্র‍ধান ভিত্তি হল কৃষি। তাই কৃষির আধুনিকায়ন সময়ের দাবি। আমার লেখা বই দুটি নবীন কৃষি উদ্যোক্তাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করবে।
তিনি আরো বলেন, আমার পিতা একজন কৃষক। মা, মাটি, মানুষ ও দেশের প্র‍তি ভালবাসা থেকেই কৃষি ভিত্তিক বংলাদেশের মানুষের জীবন জীবিকার উন্নয়নের জন্য আমার এই ক্ষুদ্র‍ প্র‍চেষ্টা।বইটি যদি কৃষি প্র‍ধান বাংলাদেশের মানুষের উপকারে আসে তাহলে আমার শ্র‍ম স্বার্থক হবে।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার আজিজপুর গ্র‍ামের মো. জামসেদ আলী ও মমতাজ বেগম দম্পতির সন্তান তারিক ইসলাম। দুই ভাইবোনের মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা। জগৎ জীবনকে অনুসন্ধিৎসু দৃষ্টিতে দেখার আবল্য স্পৃহা তাকে লেখক হওয়ার স্বপ্ন দেখায়। জীবন পরিবেশ, সংগ্র‍াম ও ব্যার্থতার দিকে সে তাকিয়ে থাকে নিরন্তর। বই, ব্যক্তি অনুভব আর যাপিত জীবন থেকে সে তিল তিল করে সংগ্র‍হ করে তার লেখার উপকরণ। সাহিত্যের এই বন্ধুর পথে কবিতা দিয়েই পথচলা শুরু। সময়ের আবর্তে তাতে যুক্ত হয়েছে অনুগল্প, নিবন্ধ ও অন্যান্য জীবন বোধের রচনা।

এই দুটি বইসহ তারিক ইসলামের সর্বোমোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৪টি। তার লেখা অনান্য দুটি বই হলো ‘দৃষ্টিভঙ্গি: ইতিবাচক চিন্তা-চেতনা’ এবং ‘চিন্তাধারা বদলান জীবন বদলে যাবে’। দর্শন, বিজ্ঞান, ধর্ম ও সাহিত্যে পড়তে আগ্রহ বোধ করেন তরুণ কবি ও লেখক খ্যাত এই তরুণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *