যশোরের ঝিকরগাছায় ইয়াবা গাজা সহ দুই মাদক কারবারি আটক


স্টাফ রিপোর্টারঃ
যশোরের ঝিকরগাছায় ২০ পিচ ইয়াবা ও ১৩৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 
১২ (মঙ্গলবার) দুপুর পর্যন্ত পৃথক দুটি অভিযানে তাদের আটক করে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। 
আটককৃতরা হলো, ঝিকরগাছা থানার কাউরিয়া মুন্সিপাড়ার মৃত হাবিবুল্লাহর ছেলে মাসুদুর রহমান (৩৩) ও মাদারীপুর জেলার মাদারীপুর থানার আইজুল সরদারের ছেলে বাবু সরদার (১৯)।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই আমির হোসাইন সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাউরিয়া মুন্সিপাড়া গ্রামস্থ হাজির আলী টু বাঁকড়া রোড এলাকায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাসুদুরকে আটক করে। 
অপরদিকে, বাঁকড়া বাজারস্থ জামেয়া আরাবিয়া আব্দুল্লাহ ইবনে মাস্উদ (রাঃ) কওমী মাদ্রাসার গেটের সামনে থেকে ১৩৫ গ্রাম গাঁজাসহ বাবুকে আটক করে পুলিশ। 
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা রুজু হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *