গত ৩১ মার্চ ২০২২, সাতক্ষীরা উপজেলা পরিষদ মিলনায়তন সাতক্ষীরা জেলার মৎস্য সম্পদ উন্নয়ন ও মৎস্যজীবীদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে এক গণশুনানির আয়োজন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশন-এর অর্থায়নে উত্তরণ-অপ্রতিরোধ্য প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠায় সরকারী ঘোষনা ‘জাল যার-জলা তার’ এই নীতি বাস্তবায়নে সাতক্ষীরা জেলার জলমহালসমুহের বর্তমান চিত্র তুলে ধরা হয়। সরকারী জলমহালে মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মৎস্য সম্পদ ও জেলেদের আত্ম-সামাজিক উন্নয়নে সার্বিক সহযোগিতার দাবি রেখে বক্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক জনাব শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো: আনিছুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা খন্দকার মনিরুল ইসলাম, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবি এম খালিদ হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুর-জোহরা, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ানুর রহমান। অনুষ্ঠানে মৎস্যজীবীদের পক্ষে ধারণা পত্র পাঠ করেন জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উত্তরণ প্রকল্প সমন্বয়কারী মো: মনিরুজ্জামান জমাদ্দার। গণশুনানি অনুষ্ঠানে উপস্থিত মৎস্যজীবীরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কাছে তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন।
Leave a Reply