দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিনামূল্যে বীজ ও রাসানিয়ক সার বিতরন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা চত্বরে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় এ বিতরন অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে আউস ধান উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠানে উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুজিবর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক আলী মোর্ত্তেজা মো. আনোয়ারুল হক, সাবেক বিআরডিবির চেয়ারম্যান ও ইউপি সদস্য আবুল কাশেম, কৃষি কর্মকর্তাবৃন্দ সহ উপকার ভোগীগন।
এসময় ৫শ জন প্রান্তিক কৃষকের মাঝে ব্রি ধান-৪৮ জাতের ৫ কেজি হারে বীজ, ডিএপি সার-২০ কেজি এবং এমওপি সার-১০ কেজি হারে প্রদান করা হয়।
Leave a Reply