প্রেসবিজ্ঞপ্তি : বহুল প্রচারিত প্রকাশনার ৪৪ বছর “দৈনিক সমাচার” পত্রিকায় সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন শহীদুজ্জামান শিমুল। তিনি সাতক্ষীরা পৌর এলাকার কুখরালী আমতলা গ্রামের মো.আব্দুল হাকিম ও মোছা. রওশন আরা খাতুনের পুত্র।
শনিবার (০২ এপ্রিল) সকালে দৈনিক সমাচার পত্রিকার প্রধান কার্যালয় ইত্তেফাক ভবনের ৪র্থ তলায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবু তালেব নিয়োগপত্র ও পত্রিকার পরিচয়পত্র তার হাতে তুলে দেন। তিনি লেখাপড়ার পাশাপাশি ২০১৪ সাল থেকে ফটোসাংবাদিক হিসেবে সুনামের সাথে কাজ করে আসছেন। বর্তমানে তিনি কর্পোরেট সংবাদের সাতক্ষীরা প্রতিনিধি ও সম্মিলিত সাংবাদিক এ্যসোসিয়েশনের সদস্য। কর্মক্ষেত্রে তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply