প্রেসবিজ্ঞপ্তি; বিশিষ্ট মানবাধিকারকর্মী, উন্নয়ন সংগঠন স্বদেশ’র নির্বাহী পরিচালক ও জেলা নাগরিক আন্দোলনের অন্যতম নেতা মাধব চন্দ্র দত্তের মাতা, প্রয়াত সন্তোষ দত্তের স্ত্রী ঊষালতা দত্ত বৃহস্পতিবার রাত ৮টা ৫০টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি চার ছেলে ও তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার-বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তা প্রয়াত জগন্নাথ দত্ত, ব্যবসায়ী গৌর দত্ত তারসহ তার সন্তানরা সকলেই সামাজিকভাবে প্রতিষ্ঠিত। নারী অধিকারকর্মী, বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত তার পুত্রবধূ।
প্রয়াত ঊষালতা দত্তের শেষকৃত্য অনুষ্ঠান শুক্রবার বেলা ১১টায় রসুলপুর শ্মশানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তার পরিবার।
এদিকে মাধব চন্দ্র দত্তের মাতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. আনিসুর রহিম, যুগ্ম আহবায়ক, এড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জেএসডি’র নেতা সুধাংশু শেখর সরকার, জেলা জাসদ সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, শেখ হারুণ অর রশিদ, বাংলাদেশ জাসদ জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিশ আলী, জেলা সিপিবি সভাপতি আবুল হোসেন, বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, এড. শাহানাজ পারভীন মিলি, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক এড. আল মাহামুদ পলাশ, এড. মুনির উদ্দিন, শেখ মনিরুজ্জামান, মোহন কুমার মন্ডল, মরিয়ম মান্নান, ফরিদা আক্তার বিউটি, মটর শ্রমিক নেতা রবিউল ইসলাম, মহব্বত আলী, ভূমিহীন নেতা কওসার আলী, আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, সাহিত্যিক গাজী শাহজাহান সিরাজ প্রমুখ।
Leave a Reply