ডেস্ক রিপোর্ট : মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দুই সাংবাদিক।
বুধবার (৬ এপ্রিল) খুলনার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কনিকা বিশ্বাস এ মামলা থেকে ২ সাংবাদিককে অব্যাহতি দেন।
অব্যাহতি পাওয়া দুই সাংবাদিক হলেন- সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্ত স্বাধীন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ আবুল কালাম ও নির্বাহী সম্পাদক আলী মুক্তাদা হৃদয়।
জানা গেছে, ২০২০ সালের ২৫ নভেম্বর সাতক্ষীরার সাবেক বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান উজ্জ্বল বাদী হয়ে ১ সাংবাদিকের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়ের করেন। ২০২১ সালে মামলার তদন্তকারী কর্মকর্তাকে মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে চার্জশীটে ২নং আসামী হিসেবে আলী মুক্তাদা হৃদয়’র নাম যুক্ত করেন। খুলনার সাইবার ট্রাইবুন্যাল আদালত গত ৬ এপ্রিল ২০২২ (বুধবার) দুই সাংবাদিক’কে মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জজ কোর্টের আইনজীবি এ্যাডঃ মোঃ আইয়ূব হোসেন।
খুলনা জজ কোর্টের আইনজীবি এ্যাডঃ মোঃ আইয়ূব হোসেন জানান, সাংবাদিক কালাম ও হৃদয়ের বিরুদ্ধে কোন অভিযোগের ভিত্তি নেই। মামলাটি সম্পূর্ণ আক্রোশের উপর শত্রুতামূলক এই বানোয়াট মূলক মামলা থেকে গত বুধবার দুই সাংবাদিককে অব্যাহতি দিয়েছেনে আদালত।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৯ নভেম্বর সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্ত স্বাধীনে সাবেক বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের দূর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন।
Leave a Reply