আশাশুনির গোয়ালডাঙ্গায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার ব্যবস্থাপনা কমিটির সভা


বি এম আলাউদ্দিন আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাজারের মেইন সড়কে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বড়দল ইউপি’র চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা বলেন, পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য স্থিতিশীল রাখার পাশাপাশি দ্রব্যের ওজন নিয়ন্ত্রণ, রাস্তা-ঘাটে খোলা ইফতারি বিক্রি ও অস্ব্যাস্থকর পরিবেশে ইফতারি বিক্রি বন্ধ করাসহ রমজানের পবিত্রতা রক্ষায় বাজার কমিটিকে নজরদারীতে রাখতে হবে। এছাড়া রমজানের পবিত্রতা রক্ষায় সব ধরণের অসামাজিক কার্যকলাপ, আজান ও নামাজের সময় অশ্লীল গান বাজনা বন্ধ রাখার জন্য বলেন তিনি। এ সময় বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন ফকির, সহ-সভাপতি আব্দুল মজিদ মোড়ল, ক্যাশিয়ার ইয়াহিয়া ছোট্টু শেখ, সাংবাদিকবৃন্দ, বাজার ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ও উপদেষ্টা বৃন্দ এবং বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *